চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২ নভেম্বর) ডিএমপি’র মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।
মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি পাঁচ গ্রাম হেরোইন, এক কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৯০ বোতল ফেন্সিডিল ও ৪৭৫টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।