বিএনপি কার্যালয়ের সামনে থেকে ৪২ নেতাকর্মী আটক

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-23 01:20:58

বিএনপি কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মোস্তাফিজুর রহমান বাবুলসহ ৪২নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালনে জড়ো হওয়া নেতা-কর্মীদের লাঠিপেটা এবং জল কামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর বেলা ১২টা ২২ মিনিটে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে করা কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আগেই বিএনপি কার্যালয়ে সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ। এতে দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মী কার্যালয়ের সামনের সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপরেই লাঠিপেটা শুরু করে পুলিশ। জলকামান থেকে রঙিন পানিও ছোড়া হয়। আজকের কর্মসূচির জন্য বিএনপির কার্যালয়ের বাইরে যে প্যান্ডেল করা হয়েছিল,তা ভেঙে দিয়েছে পুলিশ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

এ সম্পর্কিত আরও খবর