ডোমেস্টিক ফ্লাইটে যাত্রী বাড়ছে

, জাতীয়

কনক জ্যোতি, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:28:57

শাহ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম): প্রবীণ মিসেস তাহমিনা হক একা ভ্রমণ করতে পারেন না। সব সময় কাউকে সঙ্গে নিয়ে চলতে হয় তাকে। করোনা পরিস্থিতিতে যাত্রাকালে তাকে অনেক বেশি সতর্ক থেকে ঝক্কিঝামেলা পোহাতে হয়। এবার অন্যরকম অভিজ্ঞতা হলো তার। ছেলে যশোর এয়ারপোর্টে সিঅফ করেছেন আর চট্টগ্রামে মেয়ে রিসিভ করেছেন। এক ঘণ্টার মধ্যে তিনি নির্বিঘ্নে চলে এসেছেন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঠিক বিপরীত প্রান্তের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

'আগে ঢাকায় বিমান বদল করে আসতে সারাদিন লেগে যেত। সড়ক বা রেলপথে এলেও ঢাকায় একদিন রেস্ট নিয়ে চলাচল করতে হতো। এখন সরাসরি ফ্লাইটের কারণে যাতায়াত অনেক সহজ হয়েছে', বললেন মিসেস তাহমিনা হক।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বার্তা২৪.কমকে তিনি বলেন, 'এতো দূরের পথ পাড়ি দিতে বিশেষ কোনও চাপই ছিল না। এই বয়সেও একা ভ্রমণ করতে কোনও সমস্যা হয় নি। সঙ্গে কাউকে নিতে হয় নি। একাকী দূরের জার্নি বেশ স্বাচ্ছন্দ্যেই করা সম্ভব হয়েছে।'

দেশের বিভিন্ন স্থানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার ফলে ঢাকায় বিমান বদল না করেই উত্তর বা দক্ষিণবঙ্গের যাত্রীরা চট্টগ্রাম ও কক্সবাজারে আসা-যাওয়া করতে পারছেন এখন। এতে প্রবীণ ও অসুস্থ মানুষজন সুফল পাচ্ছেন এবং জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে দ্রুত দেশের নানা প্রান্তে যাতায়াতও সম্ভব হচ্ছে।

বিমানবন্দরে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ডোমেস্টিকে যাত্রী বেড়েছে। দিনে দিনে যাত্রীর সমাগম আরও বাড়ছে। সারাদিনই এয়ারপোর্ট গমগম করছে আভ্যন্তরীণ যাত্রীদের পদচারণায়।

চট্টগ্রামের একাধিক ট্র্যাভেল এজেন্সির সঙ্গে কথা বলে জানা যায়, 'করোনার কারণে লোকজন দীর্ঘসময়ের লম্বা ভ্রমণ এড়িয়ে বিমানযাত্রা পছন্দ করছেন। চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় পর্যটকের সংখ্যাও বাড়ছে। অনেক হানিমুন কাপল আসছেন বন্দর নগরী চট্টগ্রামে ও সৈকত নগরী কক্সবাজারে। এদিকে বহু লোকজনও যশোর হয়ে সহজে ঘুরে আসছেন সুন্দরবন থেকে।'

চট্টগ্রামের শাহ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা'র ডেস্কও ডোমেস্টিক ফ্লাইটে যাত্রী বৃদ্ধি বিষয়টি নিশ্চিত করছে। 'ইউএস বাংলা দেশের বিভিন্ন স্থানের মধ্যে সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে পথিকৃৎ। এতে মানুষের দুর্ভোগ কমেছে, যাত্রার সময় সাশ্রয় হয়েছে। এর সুফল ধীরে ধীরে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে পৌঁছাচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর