সিলেটের জকিগঞ্জে তালতো ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী সন্তান প্রসবের সময় মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার মৌলভীচক গ্রামে এ ঘটনা ঘটে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বার্তা২৪.কম-কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, মারা যাওয়া নারীকে একই গ্রামের প্রতিবেশী ছতই মিয়ার ছেলে মোমিন আহমদ ধর্ষণ করেন। চলতি বছরের মার্চ মাসে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে মোমিন আহমদ বিয়ে করতে রাজি হননি। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় বর্তমানে মোমিন আহমদ জামিনে রয়েছেন।
নিহতের ভাবি বলেন, বৃহস্পতিবার ভোররাতে প্রসব বেদনা উঠায় সকালে তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়া তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দুপুরে সিএনজি অটোরিকশা দিয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি মো. আবুল কাশেম বলেন, তালতো ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে চলতি বছরের মার্চে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মোমিনকে গ্রেফতার করে। বর্তমানে সে জামিনে রয়েছে।