ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2023-08-26 12:17:42

নওগাঁর বদলগাছীতে ধানক্ষেত থেকে ছবি খাতুন (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দেউলিয়া গ্রামের রাস্তা থেকে ২০০ মিটার অদূরে নদীর তীরের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে দেউলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে ধানক্ষেতে ওই গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসীকে বিষয়টি জানান। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে তাকে কেউ হত‍্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার সত‍্যতা জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর