স্কুলছাত্র সুভাষ হত্যার রহস্য উদঘাটন

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:21:52

চুয়াডাঙ্গার চাঞ্চল্যকর স্কুলছাত্র সুভাষ কুমার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাদকের টাকা জোগাড় করতেই মূলত সুভাষ কুমারকে হত্যা করা হয়।

রোববার (৪ নভেম্বর) চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্কুলছাত্র সুভাষ কুমার হত্যার সঙ্গে জড়িত তিন যুবককে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের ফার্ম পাড়ার মকবুল হোসেনের ছেলে সুমন (১৮), সিনেমা হল পাড়ার মিরাজুল ইসলামের ছেলে ইরাক (১৭) ও নুরনগর কলোনি পাড়ার ফুয়াদ হোসেনের ছেলে ফরহাদ (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ আরও জানান, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে মাদকের টাকা জোগাড় করতেই সুভাষকে হত্যা করা হয়। ওই ঘটনার সময় সুভাষের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার জন্যই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান জানান, আজ রোববার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর রাতে সদর উপজেলার ৬৩ আড়িয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাষ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চুয়াডাঙ্গা শহরে পান্না সিনেমা হলে নামযজ্ঞ অনুষ্ঠান দেখতে যায়। এরপর রাত ১২টার পর সে নিখোঁজ হয়। পরদিন সকালে নামযজ্ঞ অনুষ্ঠানের পাশের একটি গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর