মইনুলের ওপর জুতা, ডিম, ইট নিক্ষেপ

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:09:13

মানহানির মামলায় গ্রেফতার হওয়া জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালত প্রাঙ্গণে হাজির করা হলে তার ওপর হামলা চালানো হয়। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালায়।

রোববার (৪ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে তাকে কড়া পাহারায় রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আনা হলে পুলিশের উপস্থিতিতেই তার ওপর ওই হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মইনুল হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসে মেট্রোপলিটন পুলিশ। এ সময় আদালতের মূল প্রবেশ পথে মইনুল হোসেনকে নিয়ে আসা সাদা রঙয়ের একটি গাড়িকে উদ্দেশ্য করে ইট, জুতা ও ডিম নিক্ষেপ করা হয়। আর এ হামলাটি চালায় আগে থেকে সেখানে জমায়েত হওয়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ তাকে গাড়ি থেকে নামাতে গেলে একজন ছাত্রলীগ কর্মী মইনুল হোসেনকে উদ্দেশ্য করে থাপ্পর তোলে। এ সময় নেতাকর্মীরা তাকে উদ্দেশ্য করে ডিম, জুতা নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যারিস্টার মইনুলের মাথায় হেলমেট পরিয়ে দেয়। ঘটনাস্থলে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করে।

এ ঘটনার সময় মইনুলের আইনজীবীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় পুলিশ ও বিক্ষোভকারীদের। পরে তাকে উদ্ধার করে পুলিশ আদালতে হাজির করায়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে তার জামিন শুনানি চলছে।

প্রসঙ্গত, দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে নিয়ে গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করেন মইনুল হোসেন। এ কারণে তার বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা দায়ের করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম। ওই দিন সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে নেয়া নিয়ে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক।

এ সম্পর্কিত আরও খবর