ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের আটক ৪

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 05:33:46

জেএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী প্রতারক চক্রের চার সদস্যকে শেরপুর জেলার কামারের চর এলাকা থেকে আটক করেছে র‌্যাব।

রোববার (৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের র‌্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হল- আবু সোহাগ মিয়া (১৬), মনোয়ার হোসেন বুলবুল (১৬), মিলন মিয়া (১৫), শরিফুল ইসলাম (২৩)।

র‌্যাব-১৪’র সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবু জানান, চক্রটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপস ব্যবহার করত। পরীক্ষার আগে শিক্ষার্থীদের ওই সব অ্যাপসের মাধ্যমে খুঁজে বের করে প্রশ্নপত্রের প্রলোভন দেখাত। এরপর বিকাশের মাধ্যমে প্রতারণা করে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করত। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে র‌্যাব-১৪।

পরে রোববার সকালে জামালপুরের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি দল শেরপুরে অভিযান চালায়। এরপর সদরের কামারের চর বাজার থেকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের ওই চার সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শেরপুর জেলার সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর