প্রাইভেটকারের দরজায় লুকানো ফেনসিডিল

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 06:32:09

প্রাইভেটকারের দরজার মধ্যে বিশেষ কায়দায় ২৬৩ বোতল ফেনসিডিল লুকিয়ে নিয়ে যাওয়ার সময় তা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়েছে।

রোববার (৪ নভেম্বর) বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের মহাস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সার্কেলের পরিদর্শক শাহজামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মহাস্থান এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো ব-৩১-৩৪১৯) আটকানো হয়। এরপর প্রাইভেটকারের চারটি দরজার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক করা হয় প্রাইভেটকার চালক নাসির, যাত্রী হান্নান, বাদল ও মোস্তাকিমকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা হিলিতে বেড়াতে গিয়ে ফেনসিডিল কিনে বিক্রির জন্য ঢাকার ওয়ারীতে নিয়ে যাচ্ছিল।

এ সম্পর্কিত আরও খবর