ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গা বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বুধবার (২৪ নভেম্বর) নটরডেম কলেজের শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল বের গুলিস্তানের জিরো পয়েন্ট মোড় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
এর আগে তারা মিছিল নিয়ে নগর ভবনে ঢোকার চেষ্টা করেন। পরে বাধাপ্রাপ্ত হয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, শিক্ষার্থী হত্যার বিচার চাই- এমন নানা স্লোগান দিতে থাকেন।
তারা গাড়ি চালক ও হেলপারের বিচার দাবি করেন। শিক্ষার্থীরা বলেন, ডিএসসিসি’র ময়লার গাড়ি চালক না চালিয়ে হেলপার দিয়ে গাড়ি চালান। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। এমনকি ওই ছাত্রের মৃত্যুর পরও লাশ পড়ে ছিল রাস্তায়ে কেউ তাকে দেখেনি। পরে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। আমরা এই ঘটনার বিচার চাই।
আজ বেলা ১২টার দিকে কলেজ থেকে ফেরার পথে ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় সে ছাত্র মারা যায়।