ময়মনসিংহে প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-24 16:48:27

ময়মনসিংহে ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫নভেম্বর)  দুপুরে ইউএনডিপির সহায়তায় প্রতিবন্ধী আত্ব উন্নয়ন সংস্থার উদ্যোগে মহানগরীর গ্রীন পয়েন্ট মিলনায়তনে সিটি মেয়র ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। প্রতিবন্ধী আত্ব উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, সমাজসেবা অধিদফতরের বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার, ইউএনডিপির কমিউনিটি এন্ড মাইনোরিটি এক্সপার্ট শংকর পাল, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ রতন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সিটি কাউন্সিলর শরাফ উদ্দিন, সংস্থার সাধারন সম্পাদক সম্পাদক শাহাদাৎ সারোয়ার, কর্মকর্তাসহ বিশিস্টজনরা উপস্থিত ছিলেন। গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া ১০ দিন ব্যাপি সেলাই প্রশিক্ষণে ৩০ জন অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, দেশকে উন্নয়নশীল মধ্যম আয়ের দেশের কাতারে পৌছাতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধীদের উন্নয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে হবে। পিছিয়ে পড়া এসব প্রতিবন্ধীদের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। সবাইকে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবাণ জানান মেয়র।

এ সম্পর্কিত আরও খবর