রেলপথে বাণিজ্য বৃদ্ধি করতে বেনাপোল বন্দরে গুডস ইয়ার্ডের উদ্বোধন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর) | 2023-08-24 08:04:40

বেনাপোল বন্দরের রেলপথে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্য গতিশীল করতে বাংলাদেশ রেলওয়ে ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যায়ে বেনাপোল রেলওয়ে স্টেশনে নব নির্মিত গুডস ইয়ার্ডের উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে নব নির্মিত এই  গুডস ইয়ার্ডের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম। এসময় বন্দর,কাস্টমস ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথী শহিদুল ইসলাম  বলেন, বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে স্থলপথের পাশাপাশি রেলপথেও পণ্য আমদানি বেড়েছে। রেলপথে আমদানি বাড়াতে এবং দ্রুত পণ্য খালাস করতে বেনাপোল বন্দরে রেল ইয়ার্ড নির্মান করা হয়েছে। এতে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন তেমনি সরকারের ও রাজস্ব আয় বাড়বে।


বাণিজ্যের সাথে সংশিষ্টরা মনে করছেন দির্ঘদিন ধরে বেনাপোল বন্দরে একটি মাত্র রেলের ইয়ার্ড থাকায় বিভিন্ন ভাবে বানিজ্য সম্প্রসারণ বাধা গ্রস্থ হচ্ছিল। ব্যবসায়ীদের দির্ঘ দিনের দাবির মুখে রেল কর্তৃপক্ষ গুডস ইয়ার্ড নির্মান করেছে। এতে বেশি বেশি কার্গো রেল বন্দরে প্রবেশ করতে পারবে।  ফলে বানিজ্যে যেমন গতি ফিরবে তেমনি  সরকারেরর রেল ক্ষাতে দ্বিগুন রাজস্ব আসবে।

 

এ সম্পর্কিত আরও খবর