ভোটের মাঠে চেয়ারম্যান পদে পঞ্চমুখী লড়াই

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2023-08-29 22:23:51

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২জন দলীয় আর অন্য ৪ জন স্বতন্ত্র প্রার্থী।

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এই ইউপিতে নির্বাচন হবে। তবে চেয়ারম্যান পদে হাফ ডজন প্রার্থী থাকায় ভোটারদের কদর বেড়েছে। প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারন ভোটারদের ।

হলুদবিহার গ্রামের চা দোকানি সালাম বলেন, প্রতিদিনই একাধিক প্রার্থী ভোট চাইতে আসছেন। প্রার্থীরা এসে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ঘন ঘন প্রার্থীরা এসে ভোট চাওয়ায় নিজেদেরও খুব ভালো লাগছে।

বিলাশবাড়ী  ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো ইউনিয়ন জুড়ে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থীদের পোস্টার ছেয়ে গেছে। এসব প্রার্থীদের মোড়ে মোড়ে নির্বাচনী ক্যাম্প রয়েছে। এসব নির্বাচনী ক্যাম্পে কর্মী-সমর্থকেরা আড্ডা দিচ্ছেন।

বিলাশবাড়ী  ইউনিয়নের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ইউপি নির্বাচন কে ঘিরে এলাকায় উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা সবাই নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত চেয়ারম্যান পদে কে করবেন জয়লাভ তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে স্থানীয় ভোটারদের মাঝে।

স্থানীয় ভোটারেরা জানান, এবার তৃতীয় ধাপে বিলাশবাড়ী  ইউপি নির্বাচনে দলীয় প্রতিক নৌকা মার্কা, স্বতন্ত্র প্রার্থীর আনারস মার্কা, স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া মার্কা,মোটর সাইকেল মার্কা ও অটোরিক্সা মার্কার মধ্যে  ভোটের মাঠে পঞ্চমুখী  লড়াই চলছে ।

বিলাশবাড়ী রিটার্নিং কর্মকর্তা বলেন, তৃতীয় ধাপে বদলগাছীর আট ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে বিলাশবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত আরও খবর