ভোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবলীগ নেতা নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা | 2023-08-24 08:56:08

ভোলার দৌলতখানের মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু (৩৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন সকেট এবং নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু তার কর্মী সমর্থকদের নিয়ে মদনপুরে বিজয় উৎসব শেষে ট্রলারযোগে ভোলা সদর উপজেলার ধনিয়ার নাসির মাঝি ঘাটে আসার পথে তার প্রতিপক্ষ প্রার্থী জামাল উদ্দিন সকেটের সমর্থকরা ট্রলারে হামলা করে। এসময় নান্নুর সমর্থক খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হন। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত টিটু ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি এলাকার মুক্তিযোদ্ধা তছির আহমেদের ছেলে এবং ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

এদিকে, টিটু হত্যার বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ভোলা শহরে বিক্ষোভ মিছিল করে যুবলীগ কর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর