মাদকবিরোধী অভিযানে তুষ্ট না র‌্যাব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 01:49:23

চলমান মাদকবিরোধী অভিযানে গত ৬ মাসের অর্জন নিয়ে তুষ্ট না বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

মঙ্গলবার (৬ নভেম্বর) র‌্যাব হেডকোয়ার্টারে ক্যাট, আধুনিক, সাস্ক, হু হেলদি সিটি ফোরামের উদ্যোগে মাদক সন্ত্রাস দুর্নীতি বিরোধী প্রচারণা দিবসের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘মাদকের সমস্যা শত বছরের, চাইলেই তিন দিনে এই সমস্যা সমাধান করা যায় না। আমরা এখনো তুষ্ট না। আমরা আরো অভিযান পরিচালনা করবো।’

র‌্যাব প্রধান বলেন, ‘মাদকের দ্বিতীয় স্তরে অবস্থান করছি। এবার গোড়ায় প্রবেশ করবো। মাদকের বিরুদ্ধে অভিযানে আমরা জিতবো।’

মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘মাদক যেহেতু একটি সামাজিক সমস্যা, তাই সমাজের সকলের সম্বনয়ে এটা মোকাবেলা করতে হবে। অনেকটা ঐকিক নিয়মের অঙ্কের মত, দশ জন মিলে একটি কাজ দ্রুত সমাধান করা যায়।’

এ সম্পর্কিত আরও খবর