শার্শায় ১০ ইউপিতে নৌকার ৫, স্বতন্ত্রের ৫

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-25 06:41:51

যশোরের শার্শায় ১০ টি ইউপিতে দিন ভর নৌকা ও স্বতন্ত্র প্রার্থিদের মধ্যে সহিংসতা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং পক্ষ বিপক্ষ অভিযোগের মধ্য দিয়ে তৃতীয় ধাপের ভোট শেষ হয়েছে।

১০টি ইউপিতে নৌকা প্রার্থীর ৫ জন ও স্বতন্ত্র প্রার্থীর ৫ জন নির্বাচিত হয়।

শার্শার কায়বা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আ,লীগ নেতা আলতাফ হোসেন। বাগআচড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আ,লীগ নেতা আব্দুল খালেক। উলাশি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী রফিকুল ইসলাম। শার্শা ইউনিয়নে নৌকার কবির উদ্দীন তোতা। নিজামপুর স্বতন্ত্র প্রার্থী আ,লীগ নেতা সেলিম রেজা বিপুল। লক্ষনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ারা বেগম। ডিহী ইউনিয়নে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল। বাহাদুরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আ,লীগ নেতা মফিজুর রহমান। পুটখালী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল গফফার। গোগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আ,লীগ নেতা তবিবর রহমান ।

নির্বাচনী সহিংসতায় গত ১৫ দিনে তিন স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মী নৌকা প্রার্থীর কর্মীদের হামলায় খুন হয়েছে। আহত হয়েছে দুই পক্ষের দেড় শতাধিক। মামলার আসামী শতাধিক। ১০ টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন ৪৩ জন। ভোট কেন্দ্র ছিল ১০৮টি। ভোটার সংখ্যা ছিল ২লাখ ৩৫ হাজার ২৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৪৩ ও পুরুষ ভোটার ১ লাখ ১৮হাজার ২০০ জন।

এ সম্পর্কিত আরও খবর