খালেদার চিকিৎসা নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 03:20:53

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশে যে কোনো স্থানে খালেদা জিয়া তার চিকিৎসা করাতে পারেন।

তিনি বলেন, আজ কূটনীতিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি, কপ-২৬, এলডিসি উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। এলডিসি উন্নতি হলেও জলবায়ুসহ বেশ কিছু খাতে বাংলাদেশের সংকট রয়েছে। এসব খাতে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ৯০ হাজার রোহিঙ্গা ভাসানচরে রাখা হয়েছে। জাতিসংঘ এতে সমর্থন দিয়েছে। রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। জাতিসংঘে রেজুলেশন নিতে সৌদি আরব প্রত্যক্ষ ভূমিকা রেখেছে এসব নিয়েও আলোচনা হয়েছে।

ড. এ কে আবদুল মোমেন বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পরিবহনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। আমরা ভাগ্যবান সৌদি আরব আমাদের দেশে বিনিয়োগের সুযোগ নিচ্ছে।

সৌদি আরবের পরিবহনমন্ত্রী সালেহ নাসের আলদুহাইলান তার বক্তব্যে বলেন, পরিবর্তনশীল বিদ্যুৎ, অবকাঠামোসহ বিভিন্নখাতে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলোচনায় সৌদি বেসরকারি খাত বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ সুযোগ নিতে চায়।

এ সম্পর্কিত আরও খবর