পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 18:45:25

তৃতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে পরাজিত দুই মেম্বার  প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে  সাতজন আহত হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় ৮নং সাখুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রবিবার (২৮নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে আব্দুল মজিদ ও আবু সাঈদ পরাজিত হন। সিদ্দিকুর রহমান জয়লাভ করেন। পরাজিত দুই প্রার্থী আব্দুল মজিদ ও আবু সাঈদ দুই প্রার্থীই একই গ্রামের এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটে।

সংঘর্ষে সাত জনের মধ্যে তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চার জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, নির্বাচন পরবর্তী দুই পরাজিত মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ সম্পর্কিত আরও খবর