মানিকগঞ্জ সদরে ২০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-28 16:16:54

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়ন পরিষদের ২০ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসের প্রাথমিক বেসরকারি ফলাফলের শিটে উল্লেখিত চেয়ারম্যান প্রার্থীদের ভোটের সংখ্যার থেকে এমন তথ্য জানা যায়।

জামানত বায়েজাপ্ত হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সদর উপজেলার দিঘী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুসরাত ইসলাম নুপুর (আনারস) ৫০০ ভোট, চশমা প্রতিকের প্রার্থী মতিয়ার রহমান পেয়েছেন ৪৭৬ ভোট, নবগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু (মোটরসাইকেল) ভোট ৯৪৪, পুটাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) আব্দুল জলিল পেয়েছেন ১৬৩৯ ভোট, কৃষ্ণপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (লাঙ্গল) ৬৭৫ ভোট, মাহমুদুল মোস্তফা কাজল (হাতপাখা)৩২৯ ভোট, জবেদ আলী সরকার (আনারস) ২০৩ ভোট, আটিগ্রাম ইউনিয়নে গাজী সালাউদ্দিন টিটু (মোটরসাইকেল) ১০২৫ ভোট, আতাউর রহমান(হাতপাখা) ৩৩৬ ভোট, মঞ্জুর আলম (মশাল) ১১৪ ভোট এবং ভাড়ারিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের (ঘোড়া) ৮৫৭ ভোট, সিরাজুল ইসলাম (মোটরসাইকেল) ১৫৪৭ ভোট, সিদ্দিক খান (রজনীগন্ধা) ১২৮২ ভোট, সাইফুল ইসলাম (অটোরিকশা) ১২৩৯ ভোট, ছামসুল হক সাগর (চশমা) ১১২৯ ভোট, দেলোয়ার হোসেন লাভলু (টেবিল ফ্যান) ৩৪৯ ভোট, আবুল খান দীপক (দুটি পাতা) ৩৩৭ ভোট, জাফর ইমাম শাহজাদা (আনারস) ৩৩৪ ভোট, সাহিদ হোসাইন অনিক (টেলিফোন) ১৯৭ ভোট এবং বাদশাহ মিয়া (ঢোল) পেয়েছেন ৩৪ ভোট।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সদর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে রোববার (২৮ নভেম্বর) ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া গড়পাড়া ও জাগীর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচতি হয়েছেন আফসার উদ্দিন সরকার ও মো. জাকির হোসেন। বাকি ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ৯০ টি সাধারণ সদস্য পদে ৩৩৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, মানিকগঞ্জ সদর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবং দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর