সামিটে ২.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 14:50:54

শেষ হলো দুই দিন ব‍্যাপি 'ইন্টারন‍্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১'।

সোমবার  (২৯ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে মাধ‍্যমে আন্তর্জাতিক এই সামিটের পর্দা নামলো।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি'র (বিডা) চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান,  শীর্ষ সম্মেলনে দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলো থেকে বিভিন্ন খাতে ২.৭ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব এসেছে।

এরমধ্যে সৌদি আরবের কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন গ্রুপ পাওয়ার জেনারেটর তৈরি এবং সিমেন্ট উত্পাদন কারখানা স্থাপনের জন্য ১.৭৫   বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।

তুর্কি শিল্প গ্রুপ আয়গাজ দেশি ইউনাইটেড গ্রুপের সাথে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।

কর্ণফুলী ড্রাই ডক চট্টগ্রাম বন্দরে একটি টার্মিনাল নির্মাণে ১১৮ মিলিয়ন ডলারসব্যয়ের ঘোষণা দিয়েছে।

বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বিদ্যুৎ উৎপাদনে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছে।

গুওপো রিনিউয়েবল এনার্জি টেকনোলজি ৫০ মিলিয়ন ডলার , হানজু জেওয়াই সাপ্লাই চেইন ২০ মিলিয়ন ডলার এবং আইটি হাব ইনভেস্টমেন্ট ১৫ মিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সম্পর্কিত আরও খবর