সড়কে গণপরিবহন আটকে শিক্ষার্থীদের আন্দোলন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 09:29:32

গত দুই দিনের মতো আজও সড়ক অবরোধ করে রামপুরায় শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এসময় ভিক্টর ক্লাসিক, রাইদা, আলিফ পরিবহনসহ বেশ কয়েকটি বাস আটকে দেয় তারা।

বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর রামপুরা এলাকায় এমন চিত্র দেখা যায়।

এদিকে ধীরে ধীরে আন্দোলনকে ঘিরে পূর্ব ঘোষণা মোতাবেক বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সড়ক অবরোধ করে রামপুরায় শিক্ষার্থীরা আন্দোলন

নিরাপদ সড়ক এবং সড়কে একরামুন্নেসা স্কুলের শিক্ষার্থী মাইনুদ্দীন ইসলাম দুর্জয়সহ যারা নিহত হয়েছেন সেটার দ্রুত বিচার, সারাদেশে শর্তহীন হাফ পাস কার্যকর, লাইসেন্সবিহীন যানবাহন বন্ধ, ফিটনেসহীন গাড়ি বন্ধসহ নানা দাবি নিয়েই মূলত আজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

তারা বলছেন, আমাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত চলবে।

মূলত গত কয়েকদিন ধরেই সড়কে প্রাণ যাচ্ছে শিক্ষার্থীদের। নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম নিহতের দুই দিনের মাথায় গাড়িচাপায় মারা যায় একরামুন্নেসার শিক্ষার্থী মাইনুদ্দীন।

সড়কে যানজট সৃষ্টি হয়েছে

প্রসঙ্গত, সোমবার (২৯ নভেম্বর) রাতে দু'বাসের প্রতিযোগিতায় মাঝখানে পড়ে অনাবিল বাসের চাপায় সড়কেই নিহত হয় মাইনুদ্দীন। এরপরই রামপুরায় শুরু হয় আন্দোলন। ওই রাতেই সড়কে ৮ গাড়িতে আগুন ও ৩টি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং সাধারণ জনতা।

এদিকে ওই রাতেই অনাবিল বাসের চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। এবং ওই বাসের হেলপার চান মিয়াকেও রাজধানীর সায়দাবাদ হতে গ্রেফতার করে র‍্যাব।

এ সম্পর্কিত আরও খবর