বগুড়ায় কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ৪

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 23:54:04

বগুড়ার নন্দীগ্রাম থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার (১ ডিসেম্বর) র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত লালু রবিদাসের ছেলে মন্টু রবি দাস (৫৫), তার ছেলে দিলীপ রবিদাস (৩২), হাটকড়ই গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মাসুদ (৪০) ও কল্যাণ নগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৫৮)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নন্দীগ্রাম থানা এলাকায় ৪ ব্যক্তি কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে নন্দীগ্রাম থানার দাড়িয়াপুর গ্রামে মন্টু রবি দাসের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২টি কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর