পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বিশ্ব শান্তি সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অতিথির আসা স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, বেশ কিছু রাষ্ট্র থেকে আরও অতিথি আসার কথা ছিল। কিন্তু ইউরোপ ও আফ্রিকায় কোভিডের নতুন সংক্রমণের শঙ্কা দেখা দেওয়ায় অনেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। দক্ষিণ আফ্রিকার অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের আসারও কথা ছিল। নতুন বাস্তবতার পরিপ্রেক্ষিতে তাদের আসা স্থগিত করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) বিশ্ব শান্তি সম্মেলন ২০২১ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাকায় দুই দিনব্যাপী ‘বিশ্ব শান্তি সম্মেলন ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দিতে আগামী ৪ ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন শুরু হবে।