নিরাপদ সড়কের দাবিতে রাজবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-30 19:20:47

নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে আন্দোলনে নেমেছে রাজবাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে নানা স্লোগান দিতে থাকে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) নিশ্চিতে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে।

রাজবাড়ী সরকারি কলেজর একাধিক শিক্ষার্থী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে এবং হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। আমরা আর কত প্রাণ দিলে সড়ক নিরাপদ হবে? সড়কে আমাদের জীবনের নিরাপত্তা চাই। সড়ক দুর্ঘটনায় আর কোনও ভাই-বোনের লাশ দেখতে চাই না আমরা।

এ সময় তারা আরও বলেন, শুধুমাত্র ঢাকায় কেনো হাফ ভাড়া থাকবে? সারাদেশেই শিক্ষার্থীদের হাফ ভাড়া পাস করতে হবে। সরকার বিআরটিসি বাসে হাফ পাস ভাড়া দিয়েছে কিন্তু সব রুটে তো বিআরটিসির বাস নেই। বেসরকারি বাসেও হাফ পাস ভাড়া নিশ্চিত করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর