‘সীমান্ত হত্যা ভারতের দিকেই বেশি ঘটে’

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 08:46:07

সীমান্ত হত্যা ভারতের দিকেই বেশি ঘটে থাকে কারণ দুষ্কৃতকারীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সব সীমান্ত হত্যাই দুঃখজনক, এটি অবশ্যই বন্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে. দোরাইস্বামী।

বুধবার (১ ডিসেম্বর) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-ভারত অংশীদারিত্বের ৫০ বছর: পরবর্তী ৫০ বছরে যাত্রার দিকে’ শীর্ষক সংলাপে এ-সব কথা বলেন।

তিনি বলেন, সীমান্ত হাট, ব্যবসা বাণিজ্য বাড়লে সীমান্ত অপরাধ কমে যাবে। বর্তমানে স্থলে বেনাপোল দিয়েই বেশি আমদানি রফতানি হয়। জল ও রেলপথে বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর