ফের আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 05:05:07

নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা মানববন্ধন করতে আসলে পুলিশ তাদের ওপর আক্রমণ ও মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর রামপুরা ব্রিজের ওপর বিক্ষোভ মিছিল শেষে এ অভিযোগ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা শুক্রবার (৩ ডিসেম্বর) আন্দোলনের মাধ্যমে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেন।

তারা বলেন, আজ পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার সময় আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে আসলে পুলিশ আমাদের ওপর আক্রমণ ও মারধর করেছে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া খিলগাঁও সরকারি মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, রাষ্ট্র শান্তি চায় না। যদি শান্তি চাইতো তাহলে আজ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা হামলা করতো না। রাষ্ট্র যেহেতু শান্তি চায় না, সুতরাং আমরাও আন্দোলন চালিয়ে যাবো। পুলিশকে আমরাও দেখিয়ে দিবো।

শুক্রবার ঠিক ১০টায় আবারও আন্দোলনের ঘোষণা দিয়ে দু'মিনিট নিরবতা পালন করে আন্দোলন সমাপ্ত করেন শিক্ষার্থীরা।

এবিষয়ে মতিঝিল জোনের এডিসি নুরুল আমিন বলেন, আমরা গতকালই জানতে পেরেছি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্রকারী ঢুকে পড়েছে। তারা বিক্ষিপ্তভাবে আন্দোলন করছেন। সেজন্য আমরা বিশৃঙ্খলা ঠেকাতে দুপুরের সময় অল্প কিছু শিক্ষার্থী সড়কে দাঁড়ালে তাদের সরিয়ে দেই।

আরও পড়ুন: ১১ দফা দাবিতে বৃহস্পতিবার ফের আন্দোলন নামবে শিক্ষার্থীরা

দাবি না মানলে সড়ক ছাড়বেন না শিক্ষার্থীরা

এ সম্পর্কিত আরও খবর