৫০ শব্দের মধ্যে ‘বাংলাদেশ ২০৪১: এ ড্রিম ইন দ্য মেকিং’ শীর্ষক একটি ছোট গল্প লিখতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক কর্মকর্তাকে এ তথ্য জানান।
তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১২ ডিসেম্বর ৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদযাপনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে বিশ্বব্যাপী ছোটগল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কেউ এই প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে উৎসাহিত করা হয়েছে। এই ইভেন্টে অংশগ্রহণের জন্য, অংশগ্রহণকারীদের ৫০ শব্দের মধ্যে ‘বাংলাদেশ ২০৪১: এ ড্রিম ইন দ্য মেকিং’ শীর্ষক একটি ছোট গল্প লিখতে হবে। রেজিস্ট্রেশনের জন্য Google ফর্ম লিঙ্ক: https://forms.gle/o46KsKPo1YePxrs98
তিনি বলেন, আমরা বাংলাদেশের জন্য আপনার স্বপ্নের কথা শুনতে চাই।