১৯৭১ স্মৃতিচারণ মৈত্রী অমৃত মহোৎসব সপ্তাহ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 22:40:49

মৈত্রী দিবসের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ভারত ও বাংলাদেশ সরকার উভয়েই বাংলাদেশের স্বাধীনতার প্রতি মুক্তিযোদ্ধাদের অমূল্য অবদানকে স্মরণ করে। এই বছরও মৈত্রী দিবস উদযাপনের অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত মৈত্রী সপ্তাহ পালিত হয়েছে।

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।

মৈত্রী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ১৯৭১ সালে মুক্তির পথ এবং বিজয়ের দিকে নিয়ে যাওয়া ঘটনাগুলোর স্মরণে গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) মিলনায়তনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে বীর মুক্তিযোদ্ধারা তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমূল্য অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিজয় না আসা পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করেন।

এ সম্পর্কিত আরও খবর