রোদ উঠে গেছে, শীত এসে গেছে, আমাদের শহরে

, জাতীয়

মায়াবতী মৃন্ময়ী, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 05:50:22

শক্তি হারানো ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আগে বন্দর নগরী চট্টগ্রামে দিয়ে গেছে মেঘলা আকাশ আর বৃষ্টির ছোঁয়া। রোববার (৫ ডিসেম্বর) অপরাহ্ণে রোদের দেখা নেই। আলো এসে যেন থেমে গেছে দিগন্ত রেখায়। নিভে গেছে ঋতুচক্রের উজ্জ্বল অধ্যায়। নগরীর এভিনিউ ধরে পা বাড়াতেই প্রকৃতি কানে কানে বললো, শীত এসে গেছে, আমাদের শহরে।

শীতার্ত পথে চলতে চলতে মনে গুঞ্জরিত ‘শিরোনামহীন’ ব্যান্ডের ‘হাসিমুখ’ গানের মুখরা ‘তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই/হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।’ গানের অন্তরায় তখন নস্টালজিয়ার টান, ‘রোদ উঠে গেছে তোমাদের নগরীতে/আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়/আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে/এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।/তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই/হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।’

barta24
দেখা মিললো শীতের পিঠার। ছবি: বার্তা২৪.কম

নগরের প্রাত্যহিক জীবনের বিবরের যান্ত্রিকতা ছেড়ে হেটে হেটে প্রিয়জন বা প্রিয় প্রকৃতিতে হারিয়ে যাওয়ার তীব্র প্রণোদনা জাগায় শীত। ভ্রমণের আদর্শ সময় ধরা হয় শীতকালকে। শীতকালে নগরের পথঘাটে পায়ে পায়ে হেটে বেড়ানোর উষ্ণ আমেজের তুলনা মেলাও ভার।

শীতের আমন্ত্রণ-মাখা আবেশে চট্টগ্রামের কাজির দেউরি মোড়ে দেখা পাওয়া গেলো নতুন কমলালেবু উল্লাস। দূরের স্কাইলাইনে ‘রেডিসন ব্লু’র আবয়ব। চারপাশে এখনও কিছু বৃক্ষরাজির উপস্থিতি। এরই মাঝে ফেনীর ছাগলনাইয়ার মোহন মিয়া ভ্যান ভর্তি কমলালেবুর পসরা সাজিয়েছেন। তার দাবি, 'এগুলো খাগড়াছড়িতে উৎপন্ন। শীতের শুরুতে এসেছে প্রথম চালান।’

barta24
গরম কাপড়ের সম্ভার। ছবি: বার্তা২৪.কম

দাম মোটামুটি সহনীয়, দেড়শ টাকা কেজি। করোনাকালীন স্বাস্থ্যবিধির কারণে মাস্ক ডিঙিয়ে পরখ করা গেলো না। বিশ্বাসের উপর ভরসা করে শীতের কমলালেবু নিয়ে ঘরে ফিরছেন কোনও কোনও নাগরিক।

খানিক এগিয়ে গিয়ে দামপাড়া-জিইসি মোড়ের আগে আগে দেখা মিললো শীতের পিঠার। গুড়ের মিষ্টিতে আর ঝাল মশলার পিঠার গরম আঁচ উতপ্ত করছে শীতের নগরবাসীদের। শীত আর পিঠার হাত ধরাধরি মিতালি বাংলাদেশের গ্রাম বা নগর সংস্কৃতির অনবদ্য অনুষঙ্গ।

নাসিরাবাদ রেলগেটের কাছে গরম কাপড়ের সম্ভার। একটি দুটি করে ভ্যান হাজির হচ্ছে। সন্ধ্যায় জমবে কাপড়ের ভাসমান হাট। ‘শিল্পাঞ্চলের শ্রমিকরা বাড়ি ফেরার সময় কেনাকাটা করেন। রাতেই বিক্রি হয় বেশি’, বললেন দোকানি সুমন মিয়া।

কাঁচাবাজারগুলো ঝকঝক করছে বাহারী শীতের সবজিতে। লাল, সবুজ, হলুদ রঙে উদ্ভাসিত হচ্ছে চারপাশ। মৌসুমি ফলও বাজারে এসে গেছে। আসি আসি করে শীতও এসে যাচ্ছে শহরের আটপৌরে জীবনে।

এ সম্পর্কিত আরও খবর