কিশোরগঞ্জে জাওয়াদ-র প্রভাবে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 23:51:04

কিশোরগঞ্জের জেলা জুড়ে ঘুর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। জেলার হাওর অঞ্চলগুলোতে বৃষ্টির সাথে বইছে ধমকা হওয়া। একদিকে বৃষ্টি ও শীতে জনজীবনে মারাত্মক দুর্ভোগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শীতকালীন বিভিন্ন ফসলের। ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমেও স্থবিরতা বিরাজ করছে। বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল অবধি জেলা জুড়ে আবহাওয়া ঘোমট হয়ে আছে। সারাদিন সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে বইছে ঠান্ডা হাওয়া। প্রকৃতির এমন আবহে বাড়ছে শীত। বাজারগুলোতে নীরবতা বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না কেউ।

নিম্ন আয়ের মানুষেরা রোজগার বন্ধ হওয়ায় বেকার সময় পার করছেন। বৃষ্টি ও শীতের প্রভাবে মানুষজনকে শীতের পোশাক পড়তে দেখা যায়। কিন্তু ফুটপাতে থাকে এমন মানুষরা শীতবস্ত্রের অভাবে ভুগছেন। হঠাৎ ঠান্ডা বাড়তে থাকায় বয়োজ্যেষ্ঠরা চরম কষ্টে পড়েছেন। হাসপাতাল গুলোতে বাড়তে শুরু করেছে ঠান্ডা, কাশি,জ্বরে ভুগা রোগীর সংখ্যা। আবহাওয়ার পূর্বাভাসেও জানা যাচ্ছে সামনে শীত আরো বাড়তে পারে৷

এ সম্পর্কিত আরও খবর