প্রতীকী কফিন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 09:07:22

সড়ক দুর্ঘটনায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহাদি হাসান লিমন নিহতের ঘটনায় প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর মিরপুর- ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিও জানান। গ্রিন ইউনিভার্সিটির সামনে থেকে মিছিল নিয়ে এসে তারা এখানে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। লিমনের হত্যাকারী ঘাতক চালকের বিচার চাই। যেন আর কেউ সড়কে প্রাণ দিতে না হয়। চাইলে কঠোর আন্দোলনে যেতে পারি কিন্ত সাধারণ মানুষের ভোগান্তি চায় না আমরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর এলাকায় শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে পদ্মা অয়েল পাম্পের সামনে ট্রাকচাপায় নিহত হন মাহদী হাসান লিমন (২১)। তিনি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। রাজধানীতে উত্তরার কামারপাড়া এলাকায় থাকতেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর