বঙ্গোপসাগরে ট্রলারডুবি

, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 08:44:10

 

ট্রলিং জাহাজের ধাক্কায় ভোলার ২১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৩ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায়।

ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া জেলে হানিফ চরফ্যাশন ইউনিয়নের আব্দুল্লাপুরের চেয়ারম্যান ইলিয়াস মাস্টারকে মোবাইল ফোনে জানান, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ২১ জেলে নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। রোববার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ভোলার ঢালচর থেকে অন্তত ৩০ কিলোমিটার দক্ষিণের বঙ্গোপসাগরে চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলিং জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলারের জেলেদের ৮ জনকে জীবিত উদ্ধার করে। বাকি ১৩ জেলের কোন সন্ধান এখনও পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছে কোস্টগার্ড।

এ সম্পর্কিত আরও খবর