পার্বতীপুর-রংপুর রুটে প্রায় ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 15:46:04

রংপুরের বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দুই ঘণ্টা পর পার্বতীপুর-রংপুর-কাউনিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে বদরগঞ্জের পাকার মাথা সেতুর কাছে এঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকাল ৬টা ১০ মিনিটে দোলনচাঁপা ট্রেনটি দিনাজপুর থেকে সান্তাহারের উদ্দেশে ছেড়ে আসে। এরপর ৭টা ৫০ মিনিটে ট্রেনটি বদরগঞ্জ রেলস্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর ট্রেনটি পাকার মাথা সেতুর কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়।

পরে পৌনে ১০টার দিকে বিকল ইঞ্জিনসহ দোলনচাঁপা ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেওয়া হলে পার্বতীপুর-রংপুর-কাউনিয়া রুটে ট্রেন চলাচল শুরু হয়। এতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুরের শ্যামপুর রেলস্টেশনে আটকা পড়ে। এদিকে রংপুর রেলস্টেশনে আটকা পড়া লালমনিরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দিনাজপুর কমিউটার ট্রেন।

বদরগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার নুর আলম বলেন, বিকল ইঞ্জিনসহ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর ট্রেন চালাচল স্বাভাবিক হয়।

এ সম্পর্কিত আরও খবর