মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক ও হাউটজার গান উপহার দেবে ভারত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-07 10:03:22

মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত একটি টি-৫৫ মডেলের ট্যাংক ও একটি মাউন্টেন হাউটজার গান (বর্তমানে অকেজো) স্মৃতি স্বরূপ বাংলাদেশকে উপহার দিবে ভারত।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এ উপহার হস্তান্তর করবে ভারত।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন তরফদার বলেন, ইতিমধ্যে তারা জানতে পেরেছেন ভারত সরকারের দুটি উপহার পেট্রাপোল বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার যে কোন সময় এ উপহার বেনাপোল বন্দরে হস্তান্তর করা হবে। পরে ট্রাকের মাধ্যমে উপহার দুটি লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে সদর দফতর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধানে ট্যাংকটি ঢাকা জাতীয় যাদুঘরে এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে সংরক্ষণ করা হবে। এ উপহার গ্রহণে সব ধরনের সহযোগীতা বন্দর কর্তৃপক্ষ প্রদান করবে বলে জানান এ কর্মকর্তা।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, এ উপহার বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ বন্ধুত্ব সম্পর্ককে আরও বৃদ্ধি করতে বড় ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরও খবর