পাচারকালে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-06-20 20:22:25

মালয়েশিয়ায় পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ৬ দালালকে আটক করা হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ১০ জন নারী, ১৪ জন পুরুষ ও ৯ জন শিশু। সকলে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।

রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দালালের মাধ্যমে পাচারকালে ৩৩ রোহিঙ্গাসহ ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে ফেরত ও আটক ৬ দালালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর