নানা আয়োজনে উদযাপন হচ্ছে ভালুকা মুক্ত দিবস

, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 23:52:18

আজ ৮ডিসেম্বর ঐতিহাসিক ভালুকা মুক্ত দিবস। ১৯৭১সালের এ দিনে সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহম্মেদের নেতৃত্বে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ময়মনসিংহের ভালুকা।

দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে দিবসটি।

অনুষ্প্রঠানে ধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। 

আজ সকালে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে মুক্তিযোদ্ধা সংসদ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে মেজর আফসার উদ্দিন আহম্মেদের কবর জিয়ারত শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভায় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুসহ অন্যরা বক্তব্য রাখেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী, অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর