৫১ শতাংশ তরুণ বর্তমান সরকারকে চায়

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 15:51:26

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক নতুন ভোটারদের ভাবনা নিয়ে পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে ৫১ দশমিক ৩ শতাংশ তরুণ ভোটাররা বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করতে চান।

শনিবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা ও কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান কলরেডি এসব তথ্য দেয়।

প্রতিষ্ঠানটির পক্ষ হতে বলা হয়, ৩০ দশমিক ২ শতাংশ তরুণ বর্তমান সরকারকে চায় না। ১৮ দশমিক ৫ শতাংশ এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। এছাড়া ৬৮ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ মনে করেন আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণার ফলাফল নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৮৬ জনের মতামতের ভিত্তিতে। যাদের বয়স ছিলো ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, দেশে ৮০ লাখ থেকে ১ কোটি তরুণ ভোটার রয়েছে।

জরিপটি পরিচালিত হয়েছে রাজধানীর ১০টি বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয়ে। মোট ১২টি জেলায় গবেষণা পরিচালিত হয়।

এর মধ্যে বরিশালে অংশ নেন ৬৪ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৮ দশমিক ৪ শতাংশ; পরিবর্তন চায় ৩৪ দশমিক ৪ শতাংশ।

চট্টগ্রামে অংশ নেন ২০২ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫৩ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ৭ শতাংশ।

ঢাকাতে অংশ নেন ৩০৫ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৬ দশমিক ৬ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ২ শতাংশ।

খুলনাতে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫১ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ৩৮ দশমিক ৪ শতাংশ।

ময়মনসিংহে অংশ নেন ৯১ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৭২ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২০ দশমিক ৯ শতাংশ।

রংপুরে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫০ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৩ দশমিক ২ শতাংশ।

রাজশাহীতে অংশ নেন ১৭ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৩ দশমিক ৯ শতাংশ; পরিবর্তন চায় ৪৩ দশমিক ৯ শতাংশ।

সিলেটে অংশ নেন ৫৩ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৬২ দশমিক ৩ শতাংশ; পরিবর্তন চায় ১১ দশমিক ৩ শতাংশ।

তরুণদের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক দাবিতে সরকারের মোকাবেলার প্রভাব নির্বাচনে পরবে কিনা? সংবাদ সন্মেলনে এমন এক প্রশ্নের জবাবে গবেষক ড. আবুল হাসনাত মিল্টন বলেন, নিরাপদ সড়কের বিষয়ে সরকারের ওপর অসন্তুষ্ট ২ দশমিক ৫ শতাংশ। আর কোটা সংস্কার আন্দোলনের ফলে অসন্তুষ্ট ২ দশমিক ৮ শতাংশ।

তিনি বলেন, তরুণ প্রজন্ম উন্নয়ন চায়। তারা দুর্নীতিমুক্ত থাকতে চায়।

তবে তরুণ ভোটারদের মধ্যে ৮০ শতাংশ রাজনীতি অপছন্দ করে বলেও জানান তিনি।

গবেষণা করা প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন নেই। এই প্রতিষ্ঠান নিবন্ধন নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক গবেষক কাজী আহমেদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেরেডির চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর