বিএনপি নির্বাচনকে ভয় পায়: জাপা মহাসচিব

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 14:02:22

 

বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, একটি দল গত নির্বাচনে ভোটে আসেনি। এবারও আসবে কিনা সংশয় রয়েছে। তারা আসলে নির্বাচনে অংশ নিতে ভয় পায়।

শনিবার (১০ নভেম্বর) জাপার বনানী কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মহাসচিব বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৬ সালে নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরতে চেয়েছিলো। ওই দলটি তখনও নির্বাচন বর্জন করে।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে এটাকে ছোট করে দেখি না। তবে আমাদের সময়ে উপজেলা বাস্তবায়নের মাধ্যমে যে জোয়ার সৃষ্টি হয়েছিলো তা আর ফিরে আসেনি। উন্নয়নের প্রশ্নে এই সরকারকে আমরা ১০ বছর সমর্থন দিয়ে গেছি।

শহীদ নুর হোসেন প্রসঙ্গ টেনে বলেন, আজ ২৭ বছর গত হয়ে গেলো, কেনো নুর হোসেনের হত্যাকাণ্ডের বিচার হলো না, কেনো তদন্ত হলো না, এর দায় কার? আমরা চাই সরকার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীর শাস্তি দেওয়া হোক। সরকারকে বলবো দয়া করে নুর হোসেনকে নিয়ে খেলা বন্ধ করেন।

প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙা বলেন, একজন মারা গেছে বলে এরশাদকে স্বৈরাচার বলা হয়। এখন প্রতিদিন লোক মারা যাচ্ছে তাহলে কি, প্রত্যেকদিন স্বৈরাচার তারা। আমার মতে এরশাদ হচ্ছে গণতন্ত্রের মানসপুত্র।

এ সম্পর্কিত আরও খবর