আশুগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-31 19:36:33

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করায় প্রার্থীদের এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, আগামী ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ৮ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে ইউনিয়নগুলোতে অভিযান চালিয়ে এগারটি মামলায় এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর