আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গৃহকর্তার ছেলে নিহত

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 11:52:52

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় বাধা দেওয়ায় ডাকাত দলের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা লুট করেছে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ লাইসেন্স করা একটি আগ্নেয়াস্ত্র।

রোববার (১১ নভেম্বর) ভোর রাতে আশুলিয়ার দূর্গাপুর এলাকার সরকার বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর চারটার দুদিকে ৪/৫ জনের এক দল ডাকাত একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা পরিবারের  সবালকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তা হালিম সরকারের লাইসেন্সকৃত বন্দুকটি নিজের কবজায় নিয়ে নেয়।

এসময় বাধা দিলে ডাকাতরা হালিম সরকারের ছেলে আবুল সরকারকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে স্বর্ণাংকারসহ বন্দুকটি লুট করে নিয়ে যায়।

আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন ডাকাতদের আটক করার চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর