কুষ্টিয়ায় পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া | 2023-08-31 12:57:13

কুষ্টিয়ায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশীদ।

তিনি জানান, পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০-এ এর আওতায় খাজানগর এলাকার সুবর্ণা অটো রাইস মিলের ম্যানেজার মো. কবির হোসেনকে এক লাখ টাকা, মিরপুর উপজেলার আমলা বাজারের রশিদুলকে ২০ হাজার টাকা এবং ও ফার্মরোড বাজারের মো. সোলাইমান কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় কুষ্টিয়া জেলার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. সোহরাব উদ্দিন বিশ্বাস, মিরপুর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তাসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর