মাদরাসায় পাসের হার ৯৩.২২ শতাংশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 03:57:30

এ বছর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ ফল প্রকাশ করেন।

এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ৭৮ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

এছাড়া কারিগরিতে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ এবং সেখানে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী।

পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে ফল দেখার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

এ সম্পর্কিত আরও খবর