ভেড়ামারায় কাঠ পোড়ানোর অভিযোগে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-30 21:03:46

কুষ্টিয়ায় ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানোর অভিযোগে ৩টি ইটভাটা মালিককে ২লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২জানুয়ারি) দিনব্যাপী ভেড়ামারা উপজেলায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধ অমান্য করে ভেড়ামারা উপজেলার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ইট পোড়ানোর কাজে জ্বালানী কাঠ ব্যবহারের অপরাধে এ বি এম ব্রিকস এ ১ লাখ টাকা, এ এন্ড এইচ ব্রিকস এ  ৮০ হাজার টাকা  এবং এম এ বি ব্রিকস এ ৫০ হাজার টাকাসহ মোট দুই লাখ ৩০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়। একই সাথে ইটভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ করেন।

এ সম্পর্কিত আরও খবর