৪ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কুড়িগ্রাম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-09-01 00:01:04

কুড়িগ্রামে হঠাৎ করে প্রায় ৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে একটি গ্রিডের যন্ত্রাংশ ত্রুটির কারনে এমনটা হয়েছে যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল প্রায় ৪ টা থেকে বিদ্যুৎ বিহীন অবস্থায় কুড়িগ্রাম জেলা সদরসহ বিভিন্ন উপজেলার মানুষ ভোগান্তিতে পড়েছে।

তবে বিদ্যুৎ না থাকায় অনেকেই মোমবাতি এবং আইপিএস ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় কাজ সারছেন।

কুড়িগ্রাম পৌরশহরের ব্যবসায়ী মাঈদুল ইসলাম বলেন, আনুমানিক ৩-৪ ঘন্টা থেকে বিদ্যুৎ নাই। কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। লোডশেডিং হলে তো বিদ্যুৎ বিভাগ মাইকিং করে। তবে আজ প্রচারণা ছাড়াই ৩-৪ ঘন্টা বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যার পর থেকে কোন কাজ করতে পারছি না।

শহরের আরেক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, সেই বিকেল থেকে বিদ্যুৎ নাই। কম্পিউটারে কোন কাজ করতে পারছি না। অনেক কাস্টমার এসে ঘুরে গেল।

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম জানান, কুড়িগ্রামের টগরাই হাট এলাকার যে আমাদের গ্রিড রয়েছে সেখানে সমস্যা হয়েছে বিদ্যুৎ ইন করতে পারছে না। এ কারণেই  মূলত লোডশেডিং। কাজ চলমান রয়েছে দ্রুত সমাধান হবে।

এ সম্পর্কিত আরও খবর