আসামি ছিনিয়ে নিতে তদন্ত কেন্দ্রে হামলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,জামালপুর | 2023-08-30 20:19:33

জামালপুরের সরিষাবাড়িতে আসামি ছিনিয়ে নিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও ইট-পাটকেল নিক্ষেপ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক গ্রুপের লোকজনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে তাদের। এতে তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ অন্তত ৬ জন পুলিশ আহত হন।

আহতরা হলেন,তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ, এস আই সুলতান মাহমুদ, শফিউল আলম সোহাগ, এ এস আই মেহেদী মাসুদ, পুলিশ কনস্টেবল খোকন উজ্জামান সুলাইমান ও আব্দুস সালাম।


পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দা পাড়া গ্রামের দানেশ আলীর ছেলে মশিউর রহমান ওরফে পাইপ মোর্শেদ এর বিরুদ্ধে জৈনক আল আমিন চৌধুরী ও শামীম রেজা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় আসামি শুক্রবার সকাল দশটার দিকে সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

এ খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের লোকজন আসামি ছাড়িয়ে নিতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা শটগানের ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বার্তা২৪. কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর