সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের নারী সদস্য আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 00:49:47

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার(৯ জানুয়ারি) সকালে ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের নারী সদস্যকে স্থানীয় জনতা আটক করে গফরগাঁও থানা পুলিশে সোপর্দ করে। আটককৃত নারী ছিনতাইকারী চক্রের সদস্য মোছাঃ মর্জিনা আক্তার(৩২) ব্রাম্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মোঃ সাদেক মিয়ার স্ত্রী। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার নিগুয়ারী ইউনিয়নের নিগুয়ারী গ্রামের মোঃ তাজুল ইসলামের মেয়ে জাকিয়া তাজ(২০) করোনার টিকা গ্রহণ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা সাড়িতে দাঁড়ান। এ সময় চার পাঁচ জন মহিলা লাইনে এসে দাড়িয়ে ভিড় জমিয়ে জাকিয়ার গলা থেকে সাড়ে দশ আনা ওজনের স্বর্ণের চেইন নেওয়ার সময় খোঁজ পেয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে জাকিয়া ধরে চিৎকার দেয়।

উপস্থিত জনতা তখন ওই নারী ছিনতাইকারীকে আটক করে গফরগাঁও থানা পুলিশে সোপর্দ করে।পুলিশ মহিলাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করে।

উল্লেখ্য,গত বছর ১৯ সেপ্টেম্বর একই অভিযোগে ছিনতাইকারী চক্রের এই নারী সদস্যকে আটক করা হয়েছিলো। গফরগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ ফারূক আহমেদ বলেন,খবর পেয়ে পুলিশ ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করে গফরগাঁও থানায় নিয়ে আসে।মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর