‘কারণ ছাড়া বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়নি’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-25 21:43:04

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'অহেতুক কারণে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়নি। বিভিন্ন সময় তারা হামলা,অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।'

১১ জানুয়ারি(মঙ্গলবার) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে ধরলা ব্রিজের পূর্বপ্রান্তে র‍্যাব-১৩ এর আয়োজনে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, র‍্যাব অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেই বাংলাদেশের সব যায়গায় আজকে শান্তির সুবাস বইছে। র‍্যাব মানবিক কাজে আরও এগিয়ে আসবে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন র‍্যাব ফোর্স এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ, র‍্যাব বের মহাপরিচালক জনাব আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ এর ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য, শিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন সহ কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনের চার সাংসদ, কুড়িগ্রাম পৌর মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ র‍্যাবের কর্মকর্তাবৃন্দ।

র‍্যাবের মহাপরিচালক জনাব আব্দুল্লাহ আল-মামুন তার বক্তব্যে বলেন, র‍্যাব বের আন্তরিকতার বন্ধনকে সুদৃঢ় করার জন্য আমরা এখানে এসেছি।

শীতবস্ত্র পাওয়া ধরলা পাড়ের বাসিন্দা এ কে এম তৌহিদুল হক জানান, সবাই অন্য যায়গার কম্বল নিয়ে যায় বিতরণের জন্য। কিন্তু র‍্যাব আমাদের কথা ভেবেছে। কম্বল পেয়ে উপকার হল।

এ সম্পর্কিত আরও খবর