রোহিঙ্গা সঙ্কট সমাধানে সিঙ্গাপুর ও আসিয়ানের সক্রিয় ভূমিকা কামনা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট , বার্তা২৪.কম | 2023-08-23 02:40:12

রোহিঙ্গা সঙ্কটের একটি টেকসই ও স্থায়ী সমাধান আনতে সিঙ্গাপুর এবং আসিয়ানের সক্রিয় ভূমিকা কামনা করেছে বাংলাদেশ, যাতে তাদের দ্রুত স্বদেশ মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করা যায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি)  সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণানের সাথে ফোনে কথা বলার সময় এ আহ্বান জানান । 

ডক্টর ভিভিয়ান আশ্বস্ত করেছেন সিঙ্গাপুর ইস্যু নিয়ে কাজ করবে। সংকটের একটি টেকসই সমাধানের জন্য সিঙ্গাপুর অব্যাহত সমর্থন দেবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ নিজ দেশের মহামারী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আলাপকালে ড. মোমেন দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করে উল্লেখ করেন যে বাংলাদেশ সিঙ্গাপুরকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করে। দুই পররাষ্ট্রমন্ত্রী বিস্তৃত দ্বিপাক্ষিক সম্পৃক্ততার জন্য সহযোগিতার নতুন ক্ষেত্রগুলোতে সমন্বয় সুযোগ খোঁজার  প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন।

এ সম্পর্কিত আরও খবর