আইভীকে পরাজিত করতে অনেকগুলো পক্ষ এক হয়েছে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম নারায়ণগঞ্জ | 2023-08-31 14:27:20

ভোটকেন্দ্রে কোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলা না হলে বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলনে আইভী এসব কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনী যেন এই নির্বাচনকে গুরুত্বের সাথে সেই অনুরোধ জানান সরকারদলীয় এই মেয়র প্রার্থী।

আরেক প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘প্রতিটি নির্বাচনকেই আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এইবারও তার ব্যতিক্রম নয়। আইভীকে পরাজিত করতে অনেকগুলো পক্ষ এক হয়ে গিয়েছে। ঘরের-বাইরের সকল পক্ষ মিলে গিয়েছে। কীভাবে বিশৃঙ্খলা করে আমাকে পরাজিত করা যায় সেই চিন্তা করছে। কেননা সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’

তিনি বলেন, বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে নির্বিঘ্নে মানুষ যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে আমি আগেই জানিয়েছি, যাতে ভোট কেন্দ্রে ভোটার যেতে পারেন। নারী ভোটার ও তরুণ ভোটাররা যেন যেতে পারেন। কারণ এ ভোটগুলো আমার। কোনো ধরনের সহিংসতা যেন না হয়।’

এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দী হিসেবে আইভীর সাথে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। সরকারদলীয় নেতাদের নারায়ণগঞ্জে অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তৈমুর। এই প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমার বাড়ি নারায়ণগঞ্জ, মানুষও নারায়ণগঞ্জের সুতরাং বহিরাগত কাউকে আনার কোনো কারণ নেই। কেন্দ্রীয় নেতারা তাদের দায়িত্ব পালন করবেন। নানা কারণেই তারা নারায়ণগঞ্জে আসছেন।

তিনি আরও বলেন, ‘একটা উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে নির্বাচন হয়। এই কারণে অনেকেই আসেন। আপনারাও (সাংবাদিক) কিন্তু অনেকেই এসেছেন। এইটা উৎসবমুখর পরিবেশের কারণেই হয়েছে।’

উল্লেখ্য, ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলছে। সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর