টাঙ্গাইলে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-31 14:01:09

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। পৌষ মাসের শেষের দিন টাঙ্গাইলের বাসাইলে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। পৌষ মাসের শেষের দিন বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বারো মাসের তের পার্বণের একটি পৌষ সংক্রান্তি।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বাসুলিয়া (চাপড়াবিল) সৌন্দর্যের রানি হিজল গাছের আঙ্গিনায় পালিত হয়েছে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা।

barta24
হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাপড়াবিলের মাঝখানে দাড়িয়ে থাকা শত বছরের সিদ্ধেশ্বরী হিজল গাছটির আঙ্গিনায় হাজারো দর্শনার্থীদের ভীড়ে মিলন মেলায় পরিণত হয়। শিশু-কিশোর আর সকল বয়সের নারী পুরুষের ভীড়ে কোলাহল মূখর হয়ে পরে মেলা প্রাঙ্গন। মেলায় আসা ক্রেতারা কিনেছে তাদের প্রয়োজনীয় বিভিন্ন তৈজষপত্র।

গ্রামীন জনপদের এই মেলায় বসে বাতাসা, দই মিষ্টির দোকান, ভাজা পেয়াজো, চানাচুর, বাদাম, মাটির তৈজষপত্র, বাঁশ বেতের তৈজষপত্র, চটপটির দোকান, শীতের বস্ত্রের দোকান।

মেলায় আসা ক্রেতারা কিনেছে তাদের প্রয়োজনীয় বিভিন্ন তৈজষপত্র।

মেলায় আসা রতন সূত্রধর বলেন, সিদ্ধেশ্বরী হিজল গাছের পাশে পৌষ সংক্রান্তি মেলা কবে থেকে বসে সঠিকভাবে বলতে পারবো না। তবে ছোটবেলা থেকেই মেলাটি দেখে আসছি। যুগ যুগ ধরে পৌষসংক্রান্তি মেলাটি এখানে হয়ে আসছে।

মেলায় আসা সহদেব সূত্রধর বলেন, এই মেলাটি পৌষ মাসের শেষের দিন হয়। ছোট সময় দাদুর সাথে মেলায় আসতাম। আর আজকে বন্ধুদের সাথে নিয়ে মেলায় এসেছি। মেলায় মানুষের সমাগম চোখে পড়ার মতো।


দোকানদার রমজান আলী বলেন, আমি অনেক বছর ধরে এই মেলায় দোকান নিয়ে আসি।আমরা যারা দোকান নিয়ে আসি তাদের সবার বিক্রি ভালোই হয়।অনেক মানুষ এই মেলা দেখতে আসেন।

এ সম্পর্কিত আরও খবর